ডিএসইতে সূচক ও লেনদেন বৃদ্ধি
দাম বেড়েছে ২৬২ কোম্পানির শেয়ার
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার লেনদেন ও সূচকে ইতিবাচক ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গতকাল মোট ৩৯২টি কোম্পানির ১৫ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ২৪০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন সম্পন্ন হয়। দিনের শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৩ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার ৭১৮ টাকা। সূচকের সার্বিক অবস্থানও ছিল ঊর্ধ্বমুখী। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২১ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৪,৯৬৩ দশমিক ৮৩ পয়েন্টে পৌঁছেছে। ডিএস-৩০ মূল্য সূচক ৪ দশমিক ১৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১,৯০৩ দশমিক ২৯ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ২ দশমিক ৭৪ পয়েন্ট বৃদ্ধির মাধ্যমে অবস্থান নিয়েছে ১,০৩৪ দশমিক ৪৭ পয়েন্টে। লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে আজ ২৬২টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি কোম্পানির শেয়ার।
টাকার অংকে আজ লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি হলো- সিমটেক্স, ওরিয়ন ইনফিউশন, মুন্নু ফেব্রিকস, বিডি থাই ফুড, ডমিনেজ স্টিল, একমি পেস্টিসাইড, আনোয়ার গ্যালভানাইজিং, তৌফিকা ফুড, খান ব্রাদার্স পিপি ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।
দর বৃদ্ধির শীর্ষে ১০ কোম্পানি হলো- দেশবন্ধু পলিমার, মুন্নু অ্যাগ্রো, মুন্নু ফেব্রিকস, মেঘনা ইনস্যুরেন্স, ১ম জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ১ম মিউচ্যুয়াল ফান্ড ও ইনটেক লিমিটেড। এছাড়া দর কমার শীর্ষে ১০ কোম্পানি হলো- মেঘনা পেট্রলিয়াম, প্রাইম ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, হামিদ ফেব্রিকস, জিএসপি ফাইন্যান্স, নূরানী ডাইং, জেনারেশন নেক্সট, সামিট অ্যালায়েন্স পোর্ট, শ্যামপুর সুগার ও মেঘনা কনডেন্সড মিল্ক। ক্যাটাগরি অনুসারে আজ ডিএসইতে ‘এ’ ক্যাটাগরিতে ২১৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪টির দর বেড়েছে, কমেছে ৩৬টির ও অপরিবর্তিত আছে ৩৫টির কোম্পানির শেয়ার।
‘বি’ ক্যাটাগরিতে ৮০টি কোম্পানির মধ্যে ৭০টির দর বেড়েছে, ৩টির কমেছে এবং ৭টির অপরিবর্তিত রয়েছে। এছাড়া ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হয়েছে ৯৭টি কোম্পানির। এর মধ্যে ৪৮টির দর বেড়েছে, ২৫টির কমেছে এবং ২৪টির অপরিবর্তিত রয়েছে। ‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো লেনদেন হয়নি।
মিউচ্যুয়াল ফান্ড, কর্পোরেট বন্ড ও সরকারি সিকিউরিটিজ খাতের মধ্যে আজ ডিএসইতে মিউচ্যুয়াল ফান্ড সেগমেন্টে ৩৫টি ফান্ডের মধ্যে ১১টির দর বেড়েছে, ৩টির কমেছে এবং ২১টির অপরিবর্তিত রয়েছে। কর্পোরেট বন্ড মার্কেটে ৩টির লেনদেনে ২টির দর বেড়েছে এবং ১টির দর কমেছে। এছাড়া সরকারি সিকিউরিটিজ বিভাগে আজ ১টির লেনদেন হয়েছে এবং এর দর কমেছে।
