সামষ্টিক অর্থনীতি সন্তোষজনক

জানালেন ড. সালেহউদ্দিন

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা সন্তুষ্ট। এটা শুধু আমার ব্যক্তিগত মতো নয়, অনেকেই একই কথা বলছেন।’

গতকাল সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের অর্থনৈতিক বিষয়ক কমিটি এবং উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির দুটি পৃথক বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ড. সালেহউদ্দিন বলেন, এই মূল্যায়ন শুধু তার একার মতামত নয়, বরং এটি বহু অংশীজনের অভিন্ন উপলব্ধি। তবে তিনি স্বীকার করেন যে অর্থনীতির কিছু ক্ষেত্রে পরিস্থিতি ‘পুরোপুরি সন্তোষজনক নয়’ এবং ক্ষুদ্র বা মাইক্রো পর্যায়ে কিছু দুর্বলতা স্পষ্ট। ড. সালেহউদ্দিন বলেন, কোনো দেশের অর্থনীতির সব খাত একসঙ্গে ভালো করবে এমনটা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। তিনি আরও বলেন, ‘বিশ্বের কোনো দেশেই এমন নেই, যেখানে সব খাত একযোগে খুব ভালোভাবে চলতে পারে। এটা সম্ভব নয়।’

উপদেষ্টা বিষয়টি ব্যাখ্যা করে বলেন, অর্থনৈতিক কর্মদক্ষতা মূলত পুঁজির কার্যকর ব্যবহার এবং

বিভিন্ন খাতের অংশীজনদের পারফরম্যান্সের ওপর নির্ভর করে। তিনি আরও বলেন, এ সব অংশীজনের কার্যক্রম পর্যবেক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, এটি একটি যৌথ দায়িত্ব।

ড. সালেহউদ্দিন বলেন, ‘অর্থনীতি নিজে নিজে চলে না। পুঁজির বড় একটি অংশ নির্ভর করে

বিভিন্ন অংশীজন কীভাবে কাজ করছে এবং সেগুলো কতোটা কার্যকরভাবে তদারকি করা হচ্ছে তার ওপর।’ তিনি আরও বলেন, অর্থনীতির সব দিকের ওপর সরকার এককভাবে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে না। অর্থ উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়ে বসে আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। এটা সম্ভব নয়।’ এ সময় তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি ধরে রাখতে প্রাতিষ্ঠানিক ও খাতভিত্তিক সমন্বিত প্রচেষ্টা এবং সম্মিলিত কর্মদক্ষতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।