বেঙ্গল ইনস্টিটিউটকে আর্থিক সহায়তা প্রদান করেছে মিডল্যান্ড ব্যাংক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মিডল্যান্ড ব্যাংক পরিবার স্থপতি মাজহারুল ইসলামের জীবন ও কর্মের উপর প্রণীত একটি সমন্বিত প্রকাশনার জন্য বেঙ্গল ইনস্টিটিউটকে মোট ১০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। ব্যাংকের ইসলামি ব্যাংকিং ফান্ড থেকে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) কার্যক্রমের আওতায় ৫ লাখ টাকা প্রদান করা হয় এবং বাকি ৫ লাখ টাকা প্রদান করেন মিডল্যান্ড ব্যাংক পরিবারের সদস্যরা।
মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ-জামান বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটেলমেন্টসের গবেষণা ও নকশা পরিচালক মিস নুসরাত সুমাইয়ার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানটি গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের পাবলিক রিলেশন্স ডিভিশনের প্রধান মো. রাশাদুল আনোয়ার এবং ইসলামি ব্যাংকিং ডিভিশনের প্রধান সৈয়দ সাকিবুজ্জামান প্রমুখ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
