আইআইডিএফসির এজিএম অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

জনতা ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো: ফয়েজ আলম আইআইডিএফসি পিএলসি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বুধবার আইআইডিএফসি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিচালনা পর্ষদ তাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন।
মো: ফয়েজ আলম দুই যুগেরও বেশি সময় ধরে ব্যাংকিং খাতে যুক্ত আছেন। তিনি ১৯৯৮ সালে রূপালি ব্যাংক পিএলসি-তে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০২৪ সালের এপ্রিলে জনতা ব্যাংক-এ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
