অগ্রণী ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জন

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অগ্রণী ব্যাংক পিএলসি ২০২৪-২৫ অর্থবছরে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স সংগ্রহের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে প্রথম এবং সব ব্যাংকের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করার স্বীকৃতিস্বরূপ রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ১৭ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের নিকট থেকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করেন। এসময় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশবরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি