ভিসা ক্যাম্পেইনে বিজয়ী আইএফআইসি ব্যাংকের গ্রাহক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আলোকিত ডেস্ক : ডিজিটাল পেমেন্টের বিশ্বব্যাপী সমাদৃত জনপ্রিয় গেটওয়ে, ভিসা (ঠওঝঅ) এবং আইএফআইসি ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রস-বর্ডার ক্যাম্পেইন’ (আগস্ট-সেপ্টেম্বর ২০২৫)-এ সর্বোচ্চ লেনদেনকারীকে পুরস্কৃত করেছে আইএফআইসি ব্যাংক। গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিজয়ী- আইএফআইসি ব্যাংকের গ্রাহক শাহরিয়ার আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, ইসলাম গার্মেন্টস লিমিটেড)-কে পুরস্কার প্রদান করা হয়। এসময় তার হাতে এক লাখ টাকার গিফট ভাউচার তুলে দেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল ও ভুটান) সাব্বির আহমেদ। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি