এসএমই ইনোভেশন ল্যাব চালু করল ব্র্যাক ব্যাংক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আলোকিত ডেস্ক : ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৫: দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আরও শক্তিশালী করতে দেশের প্রথম এসএমই ইনোভেশন ল্যাব ‘ফিনোভিশন (Finnovision)’ চালু করেছে ব্র্যাক ব্যাংক।

এই উদ্যোগের ফলে দেশের অতি ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি উদ্যোক্তারা (সিএমএসএমই) নতুন ও উদ্ভাবনী সল্যুশনের মাধ্যমে তাদের ব্যবসা বৃদ্ধি ও টেকসই উন্নয়নের সুযোগ পাবেন। উদ্ভাবন, অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ও টেকসই উন্নয়নে এই ল্যাবটি ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। ঢাকার লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ল্যাবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টির অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেনসহ উন্নয়ন সহযোগী ও বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি