যশোরে আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী আয়োজন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং আইএফআইসি ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে যশোরে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’-এর কার্যক্রম সম্প্রসারণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রুকনুজ্জামান, নির্বাহী পরিচালক, খুলনা অফিস, বাংলাদেশ ব্যাংক; যশোর জেলার জেলা প্রশাসকের প্রতিনিধি মো. তাওমীদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যশোর এবং আইএফআইসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
