বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জনতা ব্যাংকের শোক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জনতা ব্যাংক পিএলসি। গতকাল মঙ্গলবার জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮৭০তম সভায় খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়। ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান সিএসপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বেগম জিয়ার সুদীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে পর্ষদ সভায় তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এছাড়া বাদ আসর ব্যাংকের প্রধান কার্যালয়ের নামাজ ঘরে জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার কল্যাণ সমিতি ও জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ব্যাংকের এমডি মো. মজিবর রহমান, ডিএমডিরাসহ প্রধান কার্যালয়ের জিএমরা ও সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি