ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্রপ্রবণতা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় কমলেও ডিএস-৩০ সূচক বেড়েছে।
ডিএসই সূত্র জানায়, গতকাল ডিএসইতে ১ লাখ ২৯ হাজার ৪৯৫টি ট্রেডের মাধ্যমে ৩৯০টি কোম্পানির মোট ১১ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৩৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
এতে দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৯ কোটি ৮০ লাখ ১৭ হাজার ১৪৪ টাকা। লেনদেন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৮ দশমিক ৯৯ পয়েন্টে।
অন্যদিকে ডিএস-৩০ মূল্য সূচক ৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১২ দশমিক ৭১২ পয়েন্টে অবস্থান করছে।
