ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের বড় উত্থান
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার সূচকের উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। লেনদেনে অংশ নেয় ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। লেনদেনকৃত কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৯০টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ার। ডিএসইতে মোট লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যা ছিল ১৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮৫টি।
এতে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৭৪ কোটি ৯ লাখ ২২ হাজার ৪০ টাকা।
ডিএসইতে আজ ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৭৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৫,০৩৫ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ২৬ দমমিক ৪২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,৯৩৯ দশমিক ১৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১,০০৯ দশমিক ৩৯ পয়েন্টে পৌঁছেছে।
লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তৌফিকা ফুড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- এপেক্স ট্যানারি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রহিমা ফুড, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।
