শাহজালাল ইসলামী ব্যাংকের বার্ষিক সম্মেলন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

গত শনিবার শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬’ গাজীপুরের স্থানীয় এক রিসোর্টে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালকরা মো. সানাউল্লাহ সাহিদ, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান ও শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির সদস্য মুফতী আব্দুল্লাহ্ মাসুম উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ, আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক রাশেদ সরওয়ার, এমএম সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক, এফসিএ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
