বান্দরবানে ট্রাস্ট ব্যাংকের আলীকদম শাখার উদ্বোধন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ট্রাস্ট ব্যাংক পিএলসি বান্দরবান জেলার আলীকদম, আলীকদম বাজারস্থ ১৬, মুজিব মার্কেটে তাদের আলীকদম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। এছাড়াও ব্যাংকের ব্যবসা বিভাগের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশীদ, বিএসপি, এনডিসি, পিএসসি (অবসরপ্রাপ্ত), ব্যাংকের সাধারণ সেবা ও নিরাপত্তা বিভাগের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
