আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন ডিএমডি সৈয়দ আবুল হাশেম

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিএ উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবুল হাশেম এফসিএ, এফসিএমএ।

এর আগে তিনি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং সিএফও হিসেবে কর্মরত ছিলেন।

২০০০ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এ প্রিন্সিপাল অফিসার হিসেবে তিনি তার ব্যাংকিং পেশাজীবন শুরু করেন।

দীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ব্যাংকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি