ট্রাস্ট ব্যাংকের ভিসা সিগনেচার প্লাস ক্রেডিট কার্ড উদ্বোধন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাদের প্রিমিয়াম ক্রেডিট কার্ড ‘ভিসা সিগনেচার প্লাস’ উদ্বোধন করেছে, যা ব্যাংকের কার্ড পোর্টফোলিও সম্প্রসারণ এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি নতুন এই ক্রেডিট কার্ডের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, এসবিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দেশব্যাপী ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র নির্বাহী ও শাখা ব্যবস্থাপকরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
