বাংলাদেশে .bd সেকেন্ড লেভেল ডোমেইন ও আধুনিক রিসেলার সিস্টেম চালু

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত ১৯ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত .bd সেকেন্ড লেভেল ডোমেইন (যেমন: example.bd)-যা দেশের আইটি ও ডিজিটাল অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা যাচ্ছে। এর আগে বিদ্যমান দেশীয় ডোমেইন ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষা এবং বিদ্যমান ব্র্যান্ড ও ডিজিটাল পরিচিতি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে টানা তিন মাসব্যাপী একটি সানরাইজ পিরিয়ড চালু রাখা হয়। এই সময়সীমার আওতায় বর্তমানে নিবন্ধিত .com.bd ডোমেইনের গ্রাহকগণ তাদের বিদ্যমান ডোমেইন নামের সাথে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট .নফ ডোমেইন সংরক্ষণ করার সুযোগ লাভ করেন। এর ফলে সম্ভাব্য নাম-সংঘাত ও সাইবার স্কোয়াটিং কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL)-এর ডোমেইন বিভাগ একইসঙ্গে চালু করেছে একটি আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ডোমেইন রিসেলার সিস্টেম। এই উদ্যোগ দেশের আইটি উদ্যোক্তা, স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগ্রহী গ্রাহকগণ বিটিসিএল এর ওয়েবসাইটে প্রকাশিত স্বীকৃত রিসেলারদের মাধ্যমে সরাসরি ডোমেইন কিনতে পারছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি