দীর্ঘমেয়াদে সেবা প্রদান করা কর্মীদের সম্মাননা জানাল মধুমতি ব্যাংক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মধুমতি ব্যাংক পিএলসি গত মঙ্গলবার দীর্ঘমেয়াদে সেবা প্রদানকারী কর্মীদের সম্মাননা অনুষ্ঠান ব্যাংকটির গুলশানস্থ প্রধান কার্যালয়ে সফলতার সঙ্গে আয়োজন করেছে। যেখানে ব্যাংকের সঙ্গে সফলভাবে ৫ বছর ও ১০ বছর পূর্ণ করা কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ফাহমিদা সাইদ সাকী, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মো. সফিকুর রহমান, ব্যাংকের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা এবং সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তারা। ব্যাংকের অগ্রগতি ও সাফল্যে ধারাবাহিক অবদান এবং কর্মকর্তাদের নিষ্ঠা, পেশাদারিত্বের প্রতি ব্যাংকের গভীর কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে এই স্বীকৃতি প্রদান করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
