এনসিসি ব্যাংকের অটোমেটেড ইএসআরএম সিস্টেমের উদ্বোধন

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

এনসিসি ব্যাংক পরিবেশবান্ধব অর্থায়ন ও টেকসই ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি রক্ষায় অত্যাধুনিক অটোমেটেড এনভারমেন্টাল অ্যান্ড স্যোশাল রিস্ক ম্যানেজমেন্ট (ইএসআরএম) সিস্টেম চালু করেছে। এই প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মটি ব্যাংকের ঋণদান প্রক্রিয়ায় বৈপ্লবিক পরিবর্তন আনবে, যা দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশগত ও সামাজিক ঝুঁকি ব্যবস্থাপনা নির্ণয়ে সক্ষম। কেন্দ্রীয় ডাটাবেসের মাধ্যমে রিয়েল-টাইমে ঋণের ঝুঁকি পর্যবেক্ষণ করার সুবিধা থাকায় এটি যেমন দেশীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার চাহিদা পূরণ করবে, তেমনি ঋণগ্রহীতাদের পরিবেশ ও সামাজিক সুশাসন মেনে চলতে উদ্বুদ্ধ করবে। এই উদ্যোগের মাধ্যমে এনসিসি ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা, ধারাবাহিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ; ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম; উপ-ব্যবস্থাপনা পরিচালকরা মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান; ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ এবং এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মো. সাজ্জাদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তরা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি