মোরগের ডাক শুনলে যে দোয়া পড়বেন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ইসলাম ডেস্ক

ইসলামি ঐতিহ্যে মোরগের ডাককে একটি প্রাকৃতিক এবং ইতিবাচক লক্ষণ হিসেবে দেখা হয়। কাজেই যখন মোরগ ডাক শুনবে, তখন আল্লাহর কাছে তাঁর অনুগ্রহের জন্য প্রার্থনা করা উচিত। এ ব্যাপারে ইসলাম আমাদের একটি গুরুত্বপূর্ণ দোয় শিক্ষা দিয়েছে। বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক। বাংলা অর্থ : ‘হে আল্লাহ, আমি তোমার অনুগ্রহ চাই। এই দোয়া পড়ার কারণ হলো, মোরগ ফেরেশতাদের দেখতে পায় এবং তারা আল্লাহর অনুগ্রহে আনন্দিত হয়। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা করে দোয়া করো। কেননা, এ মোরগ ফেরেশতাদের দেখে আর যখন গাধার আওয়াজ শুনবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কেননা, এ গাধাটি শয়তান দেখেছে।’ (বোখারি : ৩৩০৩)।