ব ই প রি চি তি

ভালো মুসলিম হওয়ার গাইডলাইন ‘মুসলিম লাইফস্টাইল’

আরাফাত নুর

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বই : মুসলিম লাইফস্টাইল

লেখক : রায়হান রাশেদ

প্রকাশক : গার্ডিয়ান পাবলিকেশনস

পৃষ্ঠা : ২৮০

মুদ্রিত মূল্য : ৩২০ টাকা

আমরা মুসলমান; মুহাম্মাদ (সা.)-এর উম্মত, অথচ আমাদের জীবনে তাঁর আদর্শের অনুসরণ নেই, সুন্নতের বাস্তবায়ন নেই। আচার-ব্যবহারে শুদ্ধতা নেই। জেনে রাখা আবশ্যক, তাঁর অনুসরণ ছাড়া মানুষের সত্যিকারের মুক্তি নেই। তাঁর আদর্শ যেহেতু চিরায়ত ও বিশাল, সেই চিরায়ত ও বিশাল অনুপম আদর্শের সমাহার বই মুসলিম লাইফস্টাইল।

মানুষের সঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর আচার-ব্যবহার, চলাফেরা ও কর্মকাণ্ড এবং এ সংক্রান্ত দিকনির্দেশনার বিশুদ্ধ হাদিস সামনে রেখে গল্পের বুননে জীবন ও সমাজ-বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে গার্ডিয়ান পাবলিকেশনস থেকে প্রকাশিত মুসলিম লাইফস্টাইল বইয়ে।

আলোচিত হয়েছে মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন, বাবা-মা, স্ত্রী, সন্তান, নাতি, প্রতিবেশী, আত্মীয়স্বজন, সতীর্থ, সহকর্মী, বন্ধু এবং সব ধরনের মানুষের সঙ্গে তাঁর ব্যবহার কেমন ছিল, তাদের সঙ্গে মানুষের কেমন আচরণ আকাঙ্ক্ষা করেছেন, পুরুষের প্রশান্তির নিরাপদ আশ্রয়ের জন্য কেমন মহীয়সী নারী প্রয়োজন, কোন নারীর জন্য সাজানো আছে জান্নাতের বাগান, কেমন তরুণ-যুবা সাদরিত তাঁর কাছে, জীবনের শেষ বয়সে মানুষগুলোর কী রকমভাবে বাঁচা উচিত, তিনি কোন সমাজসভ্যতার স্বপ্ন দেখেছেন সারাটা জীবন, বন্ধু, সহপাঠী ও সহকর্মী কেমন করে আপন ও বিশ্বস্ত হয়ে উঠতে পারে, অধীনস্ত আর মালিকের সম্পর্ক কতটা ছন্দ ও মধুময় হতে পারে, মানুষের কী মূল্য আছে জগতসংসারে, কল্যাণ ও উপকারী সহায়ক প্রাণিকুলের সঙ্গে মানুষের বোঝাপড়াটা কী রকম থাকতে পারে, বসা বা আড্ডা সভা কিংবা পথে- কীভাবে পবিত্র সুন্দর সুবাসে জীবন মোহিত করে; সেসব কথা আছে বইয়ের ভাঁজে ভাঁজে। মোটকথা সব ধরনের মানুষের সঙ্গে তাঁর আচরণ কেমন ছিল এবং তিনি কেমন মানুষ চেয়েছেন- এ বইয়ে আছে সেসব আয়োজন, উপাদান, পাথেয় ও রসদ।

মা-বাবা, স্ত্রী-সন্তান, আত্মীয়, প্রতিবেশী, বন্ধু, সহপাঠী, সতীর্থ, সহকর্মী ইত্যাকার মানুষের সঙ্গে রাসুলুল্লাহ (সা.) কেমন আচরণ করেছেন, তাদের সঙ্গে কেমন আচরণের নির্দেশ দিয়েছেন- বিষয়গুলোকে লেখক এত সুন্দর করে গল্পের মোহন বুননে সাজিয়েছেন, মুগ্ধ না হয়ে উপায় নেই। আমাদের চারপাশে ঘটে যাওয়া জীবনকেন্দ্রিক নানামাত্রিক বহুধর্মী ঘটনাকে চমৎকার গদ্যে উপস্থাপন করে এর সমাধান দিয়েছেন নবিজির (সা.) হাদিস থেকে। হাদিসে আছে, ‘বাবার খুশিতে আল্লাহ খুশি’- আপনি কীভাবে বাবাকে খুশি করবেন, আপনার প্রতি বাবা খুশি, কেমন করে জানবেন, এর পথ বলে দিয়েছেন লেখক। নফল নামাজ পড়বেন নাকি মায়ের ডাকে সাড়া দেবেন, এর সমাধানও দিয়েছেন হাদিস থেকে। স্বামী-স্ত্রী কীভাবে পরস্পরকে ভালোবাসবেন, পারস্পরিক বোঝাপড়া কেমন হবে, এর বিস্তারিত আলাপ করেছেন নবীজীবন ও বর্তমান সমাজের হালচাল থেকে। মোটকথা, একজন মানুষ তার পূর্ণাঙ্গ জীবনে যত ধরনের মানুষের সঙ্গে চলাফেরা করেন- তাদের সঙ্গে কেমন আচরণ করবেন, কেমন আচরণ করলে ভালো মানুষ হওয়া যায়, আল্লাহ এবং তাঁর রাসুলের প্রিয় হওয়া যায়, এর পরিপূর্ণ গাইডলাইন বই মুসলিম লাইফস্টাইল। মুহাম্মাদ (সা.)-এর আদর্শ যেহেতু চিরায়ত ও বিশাল, সময় কোনো কোনো প্রসঙ্গ অধিক এগিয়ে আনে, লেখক রায়হান রাশেদ চলমান সময়ের উপযোগী বিষয়গুলোর প্রতি তীক্ষœ নজর রেখে নবিজীবনী সামনে এনে গল্পের মোহন বুঁননে চমৎকার গদ্যে সমাধান খুঁজেছেন। উদাহরণ পেশ করেছেন। উত্তোরণের পথ বাতলে দিয়েছেন।

এ বইয়ে আঠারোটি অধ্যায় আছে। প্রতিটি অধ্যায়ের শেষে ছক রয়েছে। কয়েকটি অধ্যায়ের অধীনে একাধিক ছকও আছে। ছকের একপাশে নবীজি (সা.)-এর আচার-ব্যবহার ও আরেক পাশে আমরা কি শিক্ষা নিতে পারি, আমাদের আচরণ কেমন হওয়া দরকার; এর বিবরণ রয়েছে। গার্ডিয়ান পাবলিকেশনসের বিক্রয়কেন্দ্র ও অনলাইনসহ বইবিক্রির অনলাইন প্ল্যাটফর্মগুলোয় বইটি পাওয়া যাচ্ছে।