বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রেয়ার্স ড্রাফটেই চমকে দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পঞ্চপান্ডব খ্যাত মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে ছাড়াই দল গড়েছিল তারা। ফরচুন বরিশালকে হারিয়ে বিপিএলের শিরোপাও নিশ্চিত করেছে দলটি। আর শিরোপা জিতেই দলটির কর্ণধার নাফিসা কামাল জানালেন, পঞ্চপান্ডবে কোনো আগ্রহই নেই তাদের!
এখন পর্যন্ত তিনটি শিরোপা জিতেছে কুমিল্লা। এর মধ্যে কুমিল্লার প্রথম শিরোপাটি এসেছে মাশরাফির হাত ধরে। দ্বিতীয় শিরোপাটি ইমরুল কায়েসের হাত ধরে এলেও ওই আসরে তামিম ইকবালের অবদান অনেক। আর এবারের তৃতীয় শিরোপাটি এসেছে ইমরুলের বিচক্ষণ নেতৃত্ব ও দলীয় পারফরম্যান্সের কারণে। ইমরুল ছাড়াও আসরের সর্বোচ্চ ১৯ উইকেট নিয়ে এবারের শিরোপা জয়ে দারুণ অবদান রেখেছেন মুস্তাফিজুর রহমান।
ড্রাফটের আগে থেকে শিরোপা জয় পর্যন্ত ‘পঞ্চপান্ডব’ তত্ত্বে কোনো আগ্রহ দেখা যায়নি কুমিল্লার। আগামী আসরেও পঞ্চপা-ব বাদ দিয়েই দল সাজাতে চায় তিনবারের শিরোপাজয়ী এই দলটি। গত শুক্রবারের ফাইনালে শেষে নাফিসা বলেন, ‘সেটা তো বলা যায় না এখনই। পা-ব কী? আমাদের ডিকশনারিতে পা-বই নেই। এখনও পা-ব নিয়ে কথা বলেন আপনারা? আজকের পরও? আমরা একটা পরিবারের মতো। পরিবারের বাইরে সুপারস্টারদের নিয়ে কীভাবে চালাব? আগে আসে পরিবার, সুপারস্টার পরে। সুপারস্টাররা দলের জন্য বোনাস।’
কুমিল্লার শিরোপা জয়ে বড় অবদান আছে ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইনের মতো বিদেশি ক্রিকেটারদের। দেশের বাইরে থেকে আসা ক্রিকেটাররাই দলের শক্তি বাড়াবেন, আগে থেকেই এমন পরিকল্পনা করে রেখেছিল কুমিল্লা। নাফিসা আরও বলেন, ‘বিপিএলে আমরা খুব অল্প সময় পাই। এক মাসের মধ্যে একটা পরিবার তৈরি করতে হয়। আমাদের লক্ষ্যই ছিল বিদেশি যারা আসবেন, ওরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন হবে।’
সাকিবকা-ে বরিশালের দুঃখ প্রকাশ
বিপিএল ফাইনালের আগে অফিসিয়াল ফটোসেশনে অংশ না নিয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত সময় কাটিয়েছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবির অনুমোদিত বলয় ভেঙে সাকিবের টিম হোটেলের বাইরে যাওয়া ও ফটোসেশনে অংশ না নেওয়ায় তার দল বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে গত শুক্রবার শোকজ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল শনিবার শোকজের জবাব দিয়ে বিসিবিকে চিঠি দেয় বরিশাল। চিঠিতে সাকিবের কা-ে দুঃখপ্রকাশ করেছে রানার্সআপ দলটি। টুর্নামেন্ট চলাকালীন দল ছেড়ে বাইরে যাওয়ায় নিয়মভঙ্গ হয়েছে, সেটি স্বীকার করেছে তারা। পুরো ঘটনা নিজেদের ভুল হিসেবেই দেখছে বিষয়টিকে। তাদের চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিসিবির এক কর্মকর্তা। এখন দেখার বিষয়, বরিশাল ও সাকিব শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কোনো শাস্তি পান কি না। এবারের বিপিএলে বায়োবাবল ছিল না। তবে অনুসরণ করা হয়েছে ম্যানেজড ইভেন্ট ইনভারমেন্ট (এমইই), যা অলিম্পিকে ব্যবহার করা হয়েছিল। যেখানে সাফ বলা আছে, বিশেষ প্রয়োজনে ব্যক্তিগত কারণে হোটেলের বাইরে কোনো ক্রিকেটার, কর্মকর্তা বের হলে তাকে অবশ্যই কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে পুনরায় হোটেলে প্রবেশ করতে হবে। বিসিবির মেডিকেল বিভাগ থেকে বলা হয়েছে, শুক্রবার কোভিড টেস্ট করিয়ে নেগিটিভ রিপোর্ট নিয়ে ফাইনাল খেলার অনুমতি পান সাকিব।
গত বৃহস্পতিবার অফিসিয়াল ফটোসেশনে অংশ নেওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু বরিশালের অধিনায়ক মাঠেই আসেননি। উল্টো তার অনুপস্থিতি নিয়ে গণমাধ্যমে মিথ্যা বলেছেন ফরচুন বরিশালের ম্যানেজার সাব্বির খান। তিনি জানান, পেটে পীড়া থাকায় সাকিব ফটোসেশনে অংশ নেননি। তার পরিবর্তে আসেন নুরুল হাসান সোহান। সহ-অধিনায়ক সোহানের বক্তব্য, ‘গতকাল ঐচ্ছিক অনুশীলন ছিল, আমরা অনুশীলন করেছি। আজ হয়তো জিম করছেন সে কারণে হয়তো বা আসতে পারেননি। তাই আমি এসেছি। আর এটা হচ্ছে পুরোটাই টিম ম্যানেজমেন্টের ব্যাপার।’ কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘পুরো বিপিএল যদি দেখেন সাকিব ব্যাট করেছে তিন থেকে চার দিন। নিজের মতো করে কাজ করেছেন। আজ বললেন ‘ভালো লাগছে না যাব না।’ আমি বলেছি ঠিকা আছে। সব মিলিয়ে ফ্রাঞ্চাইজি থেকে একেক সময়ে এসেছে একেক তথ্য।