
শেষ ৮ ওভারে জিততে প্রয়োজন ৩৬ রান, হাতে ৬ উইকেট। উইকেটে সেট দুই ব্যাটার। দারুণভাবে ঘুরে দাঁড়ায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। তাতে শেষ উইকেট জুটিতে শেষ ২ বলে প্রয়োজন ৬ রান। শাহরিয়ার আলম মাহিমের ছক্কায় সব আশা শেষ দলটির। ১ উইকেটে ম্যাচ জিতে নেয় নবাগত সিটি ক্লাব, পায় ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে নিজেদের প্রথম জয়।
বিকেএসপির চার নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৪১ রান করেন খেলাঘর। জবাবে ১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় সিটি। লক্ষ্য তাড়ায় আগ্রাসী ঢঙে শুরু করে সিটি ক্লাব। ফলে ৭ ওভারেই এক উইকেট খুইয়ে দলীয় অর্ধশত পূরণ করে দলটি। ৩৪ রানের ব্যবধানে ৫টি উইকেট ফেলে ম্যাচে ফিরেছিল দলটি। তবে শেষ রক্ষা করতে পারেনি তারা। সিটি ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস খেলেন আশিক। ৭২ রান করেন জেম।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামেও হয়েছে রুদ্ধশ্বাস ম্যাচ। দলীয় ১৪২ রানেই ৯ উইকেট শেষ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের। শেষ দুই ব্যাটসম্যান উইকেটে, জয়ের জন্য তখনও চাই ৩১ রান। মনে হচ্ছিল জয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের জন্য শুধু সময়ের ব্যাপার। সেখান থেকে অবিশ্বাস্য ব্যাটিংয়ে শাইনপুকুরকে ১ উইকেটের নাটকীয় জয় এনে দেন রিপন মণ্ডল, ৬৫ বলে খেলেন অপরাজিত ২৮ রানের ইনিংস। আগে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। জবাবে ২ বল হাতে থাকতে লক্ষ্যে পৌঁছায় শাইনপুকুর।
রিপন কাজটা শুধু যে ব্যাট হাতেই করেছেন এমন নয়, আগে বল হাতে তোপ দাগিয়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ছুঁড়ে দেওয়া লক্ষ্যটা বড় হতে দেননি তিনিই, ৩০ রানে নেন ৩ উইকেট। তার বোলিং তোপে হাতের নাগালেই থাকে লক্ষ্য, এরপর ব্যাট হাতেও অসাধারণ ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। অথচ লক্ষ্য তাড়ায় দুই ওপেনারই ফেরেন শূণ্য হাতে, চার নম্বর ব্যাটসম্যানও তাণ্ডই। স্কোরবোর্ডে যখন ১ রান তখনই ৩ উইকেট হারায় দলটি। তবে অধিনায়ক সাজ্জাদুল হকের সঙ্গে সিকান্দার রাজার ৫৫ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়াতে পারে দলটি।