ঢাকা শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

এশিয়া কাপের সূচি পরিবর্তন

এশিয়া কাপের সূচি পরিবর্তন

আরও একবার বদলে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট শুরুর সময়। সবশেষ গত মার্চে সিদ্ধান্ত হয়েছিল, ২৭ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপের ১৮তম আসর। তবে এখন সেটি তিন দিন এগিয়ে ২৪ আগস্ট থেকে শুরুর কথা ভাবছে আয়োজক দেশ শ্রীলঙ্কা। সম্প্রতি অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। যে কারণে এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরিয়ে নেওয়ার আলোচনা শোনা গিয়েছে অনেক। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশটি। তাই এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী তারা। শ্রীলঙ্কা, পাকিস্তানসহ একাধিক দলের অনুরোধে তিন দিন এগিয়ে আনা হচ্ছে আসর- জানাচ্ছে দ্য নিউজ। কেন না, প্রায় সব দলের রয়েছে ব্যস্ততা। সব কিছুর সাথে তাল মিলিয়ে রাখতে নতুন সূচি প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত