সিলেটকে ফিক্সিংয়ের প্রস্তাব!
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্পোর্টস রিপোর্টার

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আগেও ফিক্সিংয়ের কালো থাবায় কলঙ্কিত হয়েছে। যে কারণে একটি মৌসুমে বিপিএলই হয়নি। আরও একবার বিপিএলের সঙ্গে জড়ালো ফিক্সিং শব্দটি। বিপিএলে অনিয়ম, অসংলগ্নতার শেষ নেই। এর আগে ফিক্সিংয়ের কালো থাবায় কলঙ্কিত হয়েছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি। যে কারণে একটি মৌসুমে বিপিএলই হয়নি। আবারও বিপিএলের সঙ্গে জড়ালো ফিক্সিং শব্দটি। এবার ফিক্সিং হওয়ার মতো ঘটনা ঘটেনি, ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছে একটি দলকে! মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সের এক পরিচালককে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছে। বিষয়টি দ্রুততার সঙ্গে বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) জানিয়েছে সিলেট কর্তৃপক্ষ। বিষয়টি মৌখিকভাবে জানিয়ে রেখেছে তারা।
সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে এমন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকও, ‘আসলে এটা আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি। মৌখিকভাবে আমাদের দুর্নীতি দমন ইউনিটকে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি। এটা রিপোর্টেড কিছু নয়। একটা কথা বলি, প্রতি দুই-তিন খেলা পরপর দুই-একটা করে রিপোর্ট পাই আমরা।
