মিয়ানমারের সঙ্গে এবার ইরানও

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

২০১৮ সালে টোকিও অলিম্পিক গেমসের নারী ফুটবলের বাছাই পর্বে ইয়াঙ্গুনে স্বাগতিক মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আর জাতীয় দল পর্যায়ে মধ্যপ্রাচ্যের ইরানের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছেন লাল-সবুজ মেয়েরা, হেরেছে দু’বারই। দুইবারই এশিয়ান কাপের বাছাইপর্বে, ২০১৩ সালে ঢাকায় ২-০ ব্যবধানে ও ২০২২ সালের ২২ সেপ্টেম্বর জর্ডানে ৫-০ গোলে। সেই চেনা দুই প্রতিপক্ষকে ২০২৪ প্যারিস অলিম্পিক গেমসের নারী ফুটবলের বাছাইপর্বে পেয়েছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়ন লাল-সবুজ মেয়েদের গ্রুপের অন্য প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার তুলনামূলক দূর্বল মালদ্বীপ। যাদের গত বছর সেপ্টেম্বরে নেপালে ৩-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছিলেন সাবিনারা।

২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে হবে ক্রীড়াবিশ্বের মহাযজ্ঞ অলিম্পিক গেমস। বৈশ্বিক এই মাল্টি স্পোর্টস গেমসের মূল পর্বে খেলতে হলে এশিয়ার দেশগুলোকে পাড়ি দিতে হবে বাছাইপর্ব। গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান অঞ্চলের বাছাইয়ের ড্র। ২৬টি দেশকে সাতটি গ্রুপে ভাগ করা হয়েছে। ড্র’তে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। যেখানে সাবিনা-কৃষ্ণাদের প্রতিপক্ষ ইরান, মিয়ানমার ও মালদ্বীপ। আগামী ৩ থেকে ১১ এপ্রিল হবে বাছাই পর্বের ম্যাচ। প্রতিটি গ্রুপের সেরা দল চলে যাবে অলিম্পিক বাছাইয়ের পরের রাউন্ডে। তবে ম্যাচগুলো কোথায় বা কত তারিখে হবে, এখনো চূড়ান্ত হয়নি। ‘জি’ গ্রুপে জায়গা পেয়েছে প্রতিবেশী দেশ ভারত, তাদের প্রতিপক্ষ কিরগিজস্তান ও তুর্কমেনিস্তান। সাত গ্রুপের মধ্যে পাঁচটিতে চারটি করে ও দুইটিতে তিনটি করে দল রয়েছে। সাত গ্রুপ চ্যাম্পিয়ন দল অলিম্পিক বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলবে। যেখানে সরাসরি খেলবে এশিয়ার শীর্ষ পাঁচ বাছাই দল উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া ও জাপান।