৩২৫ রানের ম্যাচে হাসি সিটির
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল) পাশের মাঠে যেখানে প্রায় ৬০০ রান হলো, সেখানে ঢাকা লেপার্ডস-সিটি ক্লাবের মধ্যকার ম্যাচে ৩৫০ও হলো না! ৫৪৯ বল ও ৩২৫ রানের ম্যাচে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে সিটি ক্লাব। বিকেএসপির ৪ নম্বর মাঠে আগে ব্যাটিং করতে নেমে ৪৬.৩ ওভারে মাত্র ১৬২ রানে অলআউট হয় লেপার্ডস। রান তাড়া করতে নেমে সিটি ৪৫ ওভার খেলে। এ সময় ৪ উইকেট হারিয়ে তারা লক্ষ্যে পৌঁছে। অথচ বিকেএসপির ৩ নম্বর মাঠে আনিসুলের (১০৭) সেঞ্চুরিতে ভর করে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮৬ রান করে অগ্রণী। রান তাড়া করতে নেমে ১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান করে ব্রাদার্স।
গত আসরে রেকর্ড রান করেছিলেন এনামুল হক বিজয়। দল পরিবর্তন করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব থেকে আবাহনীতে এসেছেন, কিন্তু পারফরম্যান্সে ভাটা পড়েনি। রান করেই চলেছেন সমানতালে। চলতি আসরের পঞ্চম ম্যাচে তানভীর ইসলামণ্ডরাকিবুল হাসানদের ঘূর্ণি জাদুর পর বিজয়ের ব্যাটে ভর করে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে আবাহনী। ফতুল্লা স্টেডিয়ামে টস জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। ব্যাটসম্যানদের বিব্রতকর ব্যাটিংয়ে মাত্র ১২৭ রানে ৩৭.২ ওভারে অলআউট হয় রূপগঞ্জ। রান তাড়া করতে বিজয়ের (৮০*) ঝড়ো ফিফটিতে মাত্র ১৯.১ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আকাশি-নীল ক্লাবটি। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার। এক সেঞ্চুরি ও ২ ফিফটিতে চলতি আসরের ৫ ইনিংসে তার রান ৩১২।
