মেয়েদের প্রথম বিভাগ দাবায় চ্যাম্পিয়ন পুলিশ
প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

দাবা ফেডারেশনের ক্রীড়াক্রক্ষে গতকাল শেষ রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন নৌবাহিনীকে ২.৫-১.৫ গেম পয়েন্টে হারিয়ে ওয়ালটন প্রথম বিভাগ মহিলা দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। তাদের পয়েন্ট ৭ খেলায় ১৪। ১২ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে নৌবাহিনী। ষষ্ঠ রাউন্ড পর্যন্ত পয়েন্ট সমান থাকায় এ দু’দলের ম্যাচ পরিণত হয়েছিল ফাইনালে। তৃতীয় শাহিন চেস ক্লাব (১০)। পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষ রাউন্ডে পুলিশের দুই ভারতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার শ্রীজা শেশাদ্রি ও ভেলাভান ভার্ষিনি যথাক্রমে নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও ওয়ারসিয়া খুশবুকে হারান। পুলিশের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন ড্র করেন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমের সাথে। আর নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ হারান পুলিশের নুশরাত জাহান আলোকে। পুলিশ দলের অধিনায়ক ছিলেন অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম।
