এশিয়ান গেমস নারী ফুটবল

জাপানের পর ভিয়েতনামের কাছেও সাবিনাদের বড় হার

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এবারের এশিয়ান গেমসে কঠিন গ্রুপে পড়েছিল বাংলাদেশ। তিন প্রতিপক্ষের মধ্যে জাপান ও ভিয়েতনাম বিশ্বকাপ খেলা দল। তাই দল দুটি নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু। হাংজু যাওয়ার আগে কোচ বলেছিলেন, ‘সর্বশেষ বিশ্বকাপে খেলা দল দুটি আমাদের গ্রুপে পড়েছে। আমাদের চেষ্টা থাকবে যত কম গোলে হারা যায়।’ প্রতিপক্ষ যখন অনেক বেশি শক্তিশালী, তখন চাইলেই তাদের সঙ্গে লড়াই করা যায় না। প্রথম ম্যাচে জাপানের কাছে ৮ গেলে হার সেটা প্রমাণ হয়েছে। গতকাল সোমবার দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামও কম যায়নি। তারাও বাংলাদেশের জালে দিয়েছে ৬ গোল। শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে ফলাফল ৬-১। দুই ম্যাচে ১৪ গোল খেয়ে সাবিনারা বুঝতে পারছেন, দক্ষিণ এশিয়ায় ছড়ি ঘুরালেও এশিয়ার ফুটবলে কতটা পিছিয়ে তারা। ভিয়েতনাম প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছিল ২-০ গোলে। বাংলাদেশের জালে প্রথমার্ধে ২ গোল দিয়ে বিরতিতে গিয়েছিল তারা। ভাবা হয়েছিল, গোলের সংখ্যা হয়তো বেশি বাড়াতে পারবে না ভিয়েতনাম। তবে দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী ফুটবল খেলে তারা ৪ গোল দিয়েছে। দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে ভিয়েতনাম। অপরদিকে টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে গেছে। বাংলাদেশ যে ম্যাচকে পাখির চোখ করে চীন গেছে সেই নেপালের বিপক্ষে খেলা ২৮ সেপ্টেম্বর। সাবিনাদের সব মনোযোগ এই ম্যাচ ঘিরে। প্রথম দুই ম্যাচের ফলাফলের চেয়ে খেলার অভিজ্ঞতাটাই বড় বাংলাদেশের জন্য। নেপালকে হারাতে পারলেই বাংলাদেশের লক্ষ্য পূরণ হবে। ভিয়েতনাম বাংলাদেশের জালে প্রথম গোল দেয় পঞ্চম মিনিটে।