ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ফের অনলাইন জুয়ার সঙ্গে সাকিবের নাম!

ফের অনলাইন জুয়ার সঙ্গে সাকিবের নাম!

সাকিব আল হাসান বিতর্কে জড়াতে পছন্দ করেন নাকি বিতর্ক তার পিছু ছাড়ছে না। বিতর্ক আর সাকিব যেন অঙ্গাঅঙ্গি হয়ে গেছে। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিলেন, সেই জুয়ার সঙ্গে ফের জড়িয়ে গেল তার নাম। গত বছর অনলাইন জুয়ার সাইট বেটউইনারের কথিত অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছাদূত হয়েও ব্যাপক সমালোচিত হন এই অলরাউন্ডার। তবে শেষ পর্যন্ত বিসিবির চাপে সেই চুক্তি বাতিল করতে বাধ্য হন সাকিব। এবার নতুন করে ‘বাবু৮৮’ (ইঅইট৮৮) নামে একটি অনলাইন ক্যাসিনো ও ক্রিকেট এক্সচেঞ্জ সাইটের সঙ্গে জড়িয়েছে বাংলাদেশ তারকার নাম। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওতে ‘বাবু৮৮’ নিয়ে সাকিবকে বলতে দেখা যাচ্ছে, ‘ওয়াও, এত দ্রুত (খেলার আপডেট দিচ্ছে)। বাবু৮৮ স্পোর্টস বাংলাদেশের ১ নম্বর স্পোর্টস প্ল্যাটফর্ম। যেখানে আপনি ক্রিকেটসহ আরো সব খেলার আপডেট পাবেন। ক্রিকেটের উত্তেজনা উপভোগ করুন এবং বাবু এইটিএইট-এর ওপর আস্থা রাখুন। এক নম্বর এবং সবচেয়ে বিশস্ত ক্রিকেট ও অন্যান্য খেলার আপডেট পাওয়ার প্ল্যাটফর্ম এটি।’ কিন্তু এই নামে কোনো নিউজপোর্টালের হদিস পাওয়া যায়নি। বরং পুরো সাইটজুড়ে শুধু বিভিন্ন খেলা নিয়ে বাজি ধরার লোভনীয় সব প্রস্তাব দিয়ে রাখা হয়েছে। কানাডার ড়েøাবাল টি-টোয়েন্টি লিগের সর্বশেষ আসরে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলেছেন সাকিব। জানা যাচ্ছে, সাকিবের এই ফ্র্যাঞ্চাইজিটির টাইটেল স্পন্সর বেটিং প্রতিষ্ঠান বাবু৮৮। সাধারণত বিভিন্ন লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর হয়ে খেলতে গেলে স্পন্সরের হয়ে বিজ্ঞাপণ করতে হয় ক্রিকেটারদের। তবে বাংলাদেশের প্রচলিত আইনে জুয়া সংক্রান্ত সবকিছুই নিষিদ্ধ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বিধিনিষেধ রয়েছে তাতে ধূমপান, মাদক, জুয়া ইত্যাদি কোনও ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন না ক্রিকেটাররা। শাকিব আগে যখন অনলাইন জুয়া সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তখন সেই বিধিনিষেধ শাকিব অগ্রাহ্য করেছিলেন। বিসিবির আপত্তিতে চুক্তি বাতিল করেন। বেশ কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছিল না টাইগার অধিনায়কের। বিশ্বকাপের আগে সতীর্থ ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে বিস্ফোরক এক সাক্ষাৎকার দিয়ে অনেক সমর্থকের চক্ষুশূল হয়েছিলেন।

ভারতের মাটিতে টুর্নামেন্টেও চরম বিপর্যয় ঘটেছে তার নেতৃত্বাধীন দলের। নিজের ছায়া হয়েছিলেন সাকিবও। টাইগার অধিনায়ক পরে নিজেই স্বীকার করেছেন, বাংলাদেশের সবচেয়ে বাজে বিশ্বকাপ এটি। তাছাড়া বিশ্বকাপে চলাকালে সামাজিকমাধ্যমে ভিডিওতে দেখা গিয়েছে সাকিবকে দেশে ফিরে সমর্থকদের ‘দুয়োধ্বনী’র শিকার হতে। এদিকে ইনজুরিও যেন পিছু ছাড়ছে না সাকিবের। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচ না খেলেই ফিরতে হয়েছিল দেশে। ইনজুরির কারণে খেলছেন না নিউজিল্যান্ডের বিপক্ষেটেস্ট সিরিজও। এর মধ্যেই জুয়া বিতর্কে খবরের শিরোনাম সাকিব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত