বাফুফের নতুন কার্যক্রম
‘ফুটবল ফর হেলথ’
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
পেশাদারিত্ব ছেড়ে এখন অ্যামেচারে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মূল একাডেমি ছন্নছাড়া। এখন তারা নেমেছে শিশুদের নিয়ে অর্থের বিনিময়ে একাডেমি তৈরি করে খেলা শেখাতে। তিন হাজার টাকার বিনিময়ে শিশুদের খেলা শেখানোর কার্যক্রম হাতে নিয়েছে তারা। আগে থেকেই বাফুফের পাশেই কৃত্রিম মাঠে শিশু-কিশোরদের ফুটবল শেখানো হত। এবার ঢাকা ছেড়ে এই কার্যক্রম রাজশাহী, সিলেট ও খুলনায় গড়াতে যাচ্ছে বাফুফে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ফুটবল ফর হেলথ। গতকাল মঙ্গলবার দুপুরে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে সেই প্রোগ্রামের আনুষ্ঠানিক ঘোষণা হয়। আগস্টের প্রথম সপ্তাহ থেকেই তিন বিভাগীয় শহরে জেলা স্টেডিয়ামে শুরু হবে ফুটবল ফর হেলথ কার্যক্রম। ৮-১১ বছর ও ১১-১৪ বছর বয়সি আগ্রহীরা ৪৫ জন করে ভর্তি হতে পারবে। ঢাকার মতো তিন বিভাগীয় শহরেও মাসিক ফি ৩ হাজার টাকা ধার্য করেছে বাফুফে। সিলেট, রাজশাহী ও খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ভর্তি ও অনুশীলন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবে। এই তিন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিস ছাড়াও বাফুফের ওয়েবসাইটের পেজেও ভর্তি ফরম থাকবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি কার্যক্রম চলবে। বাফুফে এই তিন শহরে একাডেমির জন্য কোচ দেবে। বাফুফের ফুটবল ফর হেলথ স্লোগানের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেতা জাহিদ হাসান। সংবাদ সম্মেলনে তিনি বাফুফের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘অভিভাবকরা বাচ্চাদের ফুটবল শেখাতে চায়। বাফুফে এই উদ্যোগ নেয়ায় অনেক বাচ্চাই এখন স্বতঃস্ফূর্তভাবে ফুটবল শিখছে। যা সুস্থ ও সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রেও ভূমিকা রাখছে।’