প্যারিস অলিম্পিক
উদ্বোধনী অনুষ্ঠানের আগে ট্রেনে অগ্নিসংযোগ
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
প্রস্তুত ফ্রান্স, প্রস্তুত প্যারিসের সীন নদীর তীর ও ওপেন এয়ার প্যারেড। এর আগে বড় এক ধাক্কা খেল আয়োজকরা। অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কয়েক ঘণ্টা আগে ঘটে গেল দুর্ঘটনা। দ্রুতগতির রেল নেটওয়ার্ক- টিজিভিতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এতে বেশকিছু রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। হামলায় অগ্নিসংযোগকারীরা প্যারিসের সঙ্গে দেশের পশ্চিম, উত্তর এবং আগের সাথে সংযোগকারী লাইন বরাবর স্থাপনাগুলোকে টার্গেট করে বলে জানিয়েছেন ফরাসি রেল কর্তৃপক্ষ। যা ঠিক হতে প্রায় এক সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছে তারা। এরমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে এসএনসিএফ বলেছে, ‘গত রাতে, আটলান্টিক, উত্তর এবং পূর্ব উচ্চণ্ডগতির লাইনে বেশ কয়েকটি ভাঙচুরের শিকার হয়েছে এসএনসিএফ। আমাদের সুবিধাগুলোকে ক্ষতিগ্রস্ত করতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে।’ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া-কাস্তেরা বলেছেন, ‘এটি অত্যন্ত ভয়ঙ্কর। অলিম্পিক গেমসকে টার্গেট করা মানে ফ্রান্সকে টার্গেট করা।’