ফ্রান্সের রাজধানী প্যারিসে চলছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমস। বিশ্বের কোটি কোটি চোখ এখন প্যারিসের দিকে। এর মধ্যেই বিশ্ব তায়কোয়ান্দো হানমাদাং খেলতে দক্ষিণ কোরিয়া গেছে বাংলাদেশ তায়কোয়ান্দো দল। গত শুক্রবার ফেডারেশনের সাধারণ সম্পাদক ও দলের ম্যানেজার মাহমুদুল ইসলাম রানার নেতৃত্বে গেলে দলটি। সেখানে বিভিন্ন ওজন শ্রেণির পাশাপাশি পুমসে ইভেন্টেও লড়বেন লাল-সবুজের তায়কোয়ান্দোকারা।