প্যারিস অলিম্পিক
পদক তালিকায় এগিয়ে জাপান
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ভালবাসার শহর প্যারিসের আইকনিক সিন নদীর তীরে বণিল আয়োজনে পর্দা উঠেছে ‘দি গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকস গেমসের। গত শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিশ্বের সবচেয়ে জৌলুশপূর্ণ ক্রীড়া উৎসবের। গতকাল সোমবার এই প্রতিবেদন লিখার সময় তৃতীয় দিনের খেলা চলছিল। দ্বিতীয় দিন শেষে সর্বাধিক ৪টি স্বর্ণ পদক, ২টি রৌপ্য ও একটি ব্রোঞ্জ জয় করে পদক তালিকায় এগিয়ে রয়েছে জাপান। সমান চারটি স্বর্ণ জয় করলেও তিন ক্যাটাগরির মোট পদকের সংখ্যা বিবেচনায় তালিকার দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ফ্রান্সে অনুষ্ঠিত চলমান অলিম্পিকে এখন পর্যন্ত জাপান চারটি স্বর্ণ পদক জিতেছে। চারটি স্বর্ণ জিতেছে অস্ট্রেলিয়াও। রুপা জয়েও সমান দুই দেশ। দুই দেশই জিতেছে ২টি রুপা। তবে জাপান এগিয়ে গেছে ব্রোঞ্জ জয়ে এগিয়ে থাকায়। ১টি ব্রোঞ্জ জাপানের, আর অস্ট্রেলিয়া জেতেনি একটিও। এছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও চীন তিনটি করে স্বর্ণ পদক জিতেছে। সেই সঙ্গে ইতালি, কাজাখস্তান, বেলজিয়াম, জার্মানি ও উজবেকিস্তান জিতেছে একটি করে।