ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

প্রীতি ম্যাচ খেলতে ভুটানে জামাল ভূঁইয়ারা

প্রীতি ম্যাচ খেলতে ভুটানে জামাল ভূঁইয়ারা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে একদিন আগেই দেশে ফিরেছে লাল সবুজের যুবারা। এবার দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভুটান গেছে ২৩ সদস্যের জাতীয় ফুটবল দল। গতকাল শুক্রবার দুপুরে দ্রুক এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়েন জামাল ভূঁইয়ারা। আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর থিম্পুতে স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। কোচ এই দলে নিয়েছেন সদ্য চ্যাম্পিয়ন হওয়া সাফ অনূর্ধ্ব-২০ দলের চার ফুটবলার মিরাজুল ইসলাম, চন্দন রায়, রাব্বি হোসেন রাহুল ও শাকিল আহাদ তপুকে। দুই ম্যাচের জন্য কোচ হাভিয়ের কাবরেরা প্রথমে ১৪ জনের নাম ঘোষণা করেছিলেন। সেই ১৪ জনকে তিন দিন অনুশীলন করানোর পর বাকিদের নিয়ে গত বৃহস্পতিবার চূড়ান্ত ২৩ জনের স্কোয়াড দেন। ১৪ জন থেকে আরমান ফয়সাল আকাশ, জায়েদ আহমেদ, কাজেম, দিদারুল বাদ পড়েন। ওই ১০ জনের সঙ্গে বসুন্ধরা কিংসের সিনিয়র নয়জন ফুটবলারের পাশাপাশি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দল থেকে চার জনকে নিয়েছেন।

তারুণ্যনির্ভর দল নিয়ে কাবরেরাও চমক দেখানোর অপেক্ষায়। বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘তপু-মিরাজরা নেপাল থেকে খেলে ফিরেছে, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় তাদের খেলার অভিজ্ঞতা আছে। তারা ফর্মেও আছে, আশা করি প্রত্যাশা পূরণ করতে পারবে।’ তিনি আরো বলেন, ‘কন্ডিশনসহ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে দলে যারা আছে তাদের ওপর আস্থা রাখা যায়। আমি দুটি ম্যাচেই জয়ের প্রত্যাশা করছি।’ বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘দলের সঙ্গে যদি এমন করে পাঁচণ্ডছয় জন আস্তে আস্তে ঢুকতে থাকে তাহলে পরে আমাদের পাইপলাইন ভালো হবে।’ বাংলাদেশের ফুটবলার সোহেল রানা বলেন, ‘আমাদের র‍্যাংকিং ভালো একটি অবস্থা নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাই ম্যাচ দুটো আমাদের জিততেই হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত