ঢাকা ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

থাইল্যান্ড গেল সেপাক টাকরো

থাইল্যান্ড গেল সেপাক টাকরো

বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের লক্ষ্যে গতকাল শনিবার থাইল্যান্ড গেল ২২ সদস্যের বাংলাদেশ সেপাক টাকরো দল।

১-৮ সেপ্টেম্বর থাইল্যান্ডের নাখেন রাতচাসিমায় অনুষ্ঠিত হবে কিংস কাপ সেপাক টাকরো বিশ্ব চ্যাম্পিয়নশিপ। দলে ১৬ জন ছেলে ও মেয়ে খেলোয়াড় রয়েছেন। বাকিরা কোচ, ম্যানেজার।

টুর্নামেন্টের হোপ, রেগু, কোয়াড ও মিক্স রেগু এবং মিক্স কোয়াড ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। প্রতিযোগিতায় লাল সবুজ দলের পদক জয়ের লক্ষ্য রয়েছে বলে জানান সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক ঢালী। তার কথায়, ‘এর আগেও বৈশ্বিক আসরে আমরা পদক জিতে এসেছি। এবারো বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের লক্ষ্য নিয়ে যাচ্ছি আমরা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত