আজ রিংয়ে নামবেন বক্সার আলী হাসান
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর ক্রীড়া ফেডারেশনগুলোতে দুরবস্থা চলছে। বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে চলছে দখলদারিত্ব। এর মধ্যেই দুবাইয়ে এশিয়ান স্কুল বক্সিং চ্যাম্পিয়নশিপে বক্সার আলী হাসান সুমনকে পাঠিয়েছে বক্সিং ফেডারেশন। আজ আবুধাবির আল আইন সিটিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ৫২ কেজি ওজন শ্রেণিতে লড়তে রিংয়ে নামবে আলী হাসান। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন বাছাইয়ের পর আমরা এই টুর্নামেন্টের জন্য আলী হাসানকে চূড়ান্ত করেছি। সে দুবাইতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। আশা করি, দেশের সম্মান বয়ে আনবে আলী হাসান।’ তিনি যোগ করেন, ‘সেখানে এশিয়ান বক্সিংয়ের কংগ্রেস অনুষ্ঠিত হবে। আমার যাওয়ার কথা ছিল। কিন্তু ছাত্র-জনতার আন্দোললে সরকার পতন ও বন্যার ভয়াবহতার জন্য দুবাইয়ে যাইনি।’ দলের সঙ্গে গেছেন কোচ কাজী শাহাদাত হোসেন। এছাড়া রেফারি ও জাজ পরীক্ষায় অংশ নিতে গেছেন মেজর মো. ইস্রাফিল আলম।