ঢাকা ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সার্চ কমিটির সদস্যদের সাক্ষাৎ

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সার্চ কমিটির সদস্যদের সাক্ষাৎ

ক্রীড়াঙ্গনের অসঙ্গতি দূর করতে গত ৩০ আগস্ট পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগের দিন নিজেদের সঙ্গে পরিচিতি সভাও করেন সার্চ কমিটির সদস্যরা। তবে তাদের আনুষ্ঠিত কার্যক্রম শুরুর আগে গতকাল বৃহস্পতিবার সকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কমিটির সদস্যরা। সাক্ষাৎ শেষে সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা বলেন, ‘কমিটির পাঁচ জনই উপস্থিত ছিলাম।

ক্রীড়াঙ্গন সংস্কার ও সঠিক নির্দেশনার জন্য উপদেষ্টা আমাদের প্রতি আস্থা রেখেছেন।

তিনি ক্রীড়াঙ্গনে সুষ্ঠু নিয়মতান্ত্রিক চর্চা প্রত্যাশা করেন। আমাদের প্রতি আস্থা রাখায় তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি।’ রানা যোগ করেন, ‘এই কমিটির প্রতি ক্রীড়াঙ্গনের প্রত্যাশা অনেক। আমরা প্রতি সপ্তাহে একদিন মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের কর্মকাণ্ডের অগ্রগতি অবহিত করব। যাতে ফেডারেশন ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ ধারণা পায়। চলমান কার্যক্রম সচল রাখাও প্রয়োজন।’

আগামী রোববার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সার্চ কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত