ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ-ভিয়েতনাম মুখোমুখি আজ

বাংলাদেশ-ভিয়েতনাম মুখোমুখি আজ

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিধর ভিয়েতনাম। হ্যানয়ের হাইপংয়ে ল্যাচ ট্রে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। কঠিন এই ম্যাচে ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। টুর্নামেন্টের পরের রাউন্ডে যাওয়ার আশা একেবারে নেই বললেই চলে লাল সবুজের যুবাদের।

কারণ পয়েন্ট টেবিলে পাঁচ দলের মধ্যে এক পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে বাংলাদেশ। তবে ভিয়েতনামের বিপক্ষেও জয়ের আশা করছেন না দলের কেউ।

তবে ভাল খেলার প্রত্যাশা করছেন। গতকাল বৃহস্পতিবার অনুশীলন শেষে মইনুল ইসলাম মঈন বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা সবাই সুস্থ আছি। কালকের (আজ) ম্যাচ নিয়ে ভাবছি। আজ (বৃহস্পতিবার) ভালো একটা ট্রেনিং সেশন শেষ করলাম। আমাদের আর দু’টি ম্যাচ রয়েছে। গত ম্যাচ ড্র করেছি। একটা গোল করেছিলাম। তারপরও ম্যাচটা ড্র হয়েছে। আগামী ম্যাচগুলোতেও গোল করবো ইনশাল্লাহ।

দলের সবাই নিজেদের শতভাগ দিয়ে চেষ্টা করব। সামনের ম্যাচে ভাল ফল করতে চাই।’ দলের সহকারী কোচ জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘আগামীকাল (আজ) আমাদের তৃতীয় ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম। আগে খেলা তাদের দু’টি ম্যাচ আমরা দেখেছি। তাদের সবল দিক ও দুর্বলতাগুলো সম্পর্কে জেনেছি। তারা বল পজিশনে রাখে এবং বেশিরভাগ সময় তারা কাউন্টার অ্যাটাক করে। তাদের শক্তি ও দূর্বলতা নিয়ে কাজ করেছি। ভিয়েতনাম যেহেতু আমাদের শক্ত প্রতিপক্ষ, আমাদের লক্ষ্য থাকবে তাদের দুর্বলতাগুলোকে কাজে লাগাতে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত