ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কানপুর টেস্টে বৃষ্টির দাপট

৩৫ ওভারেই শেষ প্রথম দিন

৩৫ ওভারেই শেষ প্রথম দিন

রাত থেকেই ঝড়ছিল বৃষ্টি। কখনো ঝিরিঝিরি, কখনো অঝোর ধারায়। বৃষ্টি মাথায় নিয়েই শুরু হয় কানপুর টেস্ট। ভেজা আউটফিল্ডের কারণে টস হয় এক ঘণ্টা বিলম্বে। টস জিতে বোলিং বেছে নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। টসের সময়ও বাগড়া দেয় বৃষ্টি। প্রথম সেশনের বিরতির আগে আরেকবার এবং তৃতীয়বার বৃষ্টি নামলো আলোক স্বল্পতার পরপর। বারবার বৃষ্টির ফলে নির্ধারিত সময়ের আগেই শেষ হয় প্রথম দিনের খেলা। বিরূপ আবহাওয়ায় প্রথম দিন খেলা হলো কেবল ৩৫ ওভার। দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে খেলার সমাপ্তি টানেন দুই আম্পায়ার ক্রিস ব্রাউন ও রড টাকার। বৃষ্টিতে দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেট ১০৭ রান করেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জাসপ্রীত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের নতুন বল ভালোভাবে সামলাচ্ছিলেন দুই ওপেনার। এক প্রান্তে সাদমান ইসলাম ছিলেন সাবলীল, অন্যপ্রান্তে রক্ষণাত্বক খেলা খেলছিলেন জাকির হাসান। আকাশদীপ বোলিংয়ে এসেই তুলে নিলেন জাকিরকে। ২৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এই ব্যাটার। আউটসাইড অফের বল ডিফেন্ড করতে গিয়ে খোঁচা দিয়ে বসেন। দারুণ ক্যাচ নেন জয়সওয়াল। ভেঙে যায় ২৬ রানের জুটি। জাকিরের মত এত বল খেলে শূন্য মারার কীর্তি নেই আর কোনো বাংলাদেশি উদ্বোধনী ব্যাটারের। জাকিরের ফেরার পর দারুণ খেলতে থাকা সাদমানেরও যেন মনোসংযোগে বিঘ্ন ঘটে। তবে এতে বোলার আকাশদীপের বোলিংয়ের সঙ্গে মাথার বুদ্ধিটাই বেশি কাজে লেগেছে। তার ভেতরে ঢোকানো বলে ফ্লিক করতে গিয়ে সাদমান মিস করেন। বল লাগে পায়ে। জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় ভারত। যখন টিভি রিপ্লেতে দেখাচ্ছিল পরিষ্কার আউট তখন রোহিত শর্মা হতবাক হয়ে উচ্ছ্বাস করেন। থিতু হয়েও সাদমান ২৬ রানের বেশি করতে পারেননি। সাদমান ফেরার পর দুই নতুন ব্যাটার মুমিনুল-নাজমুল হোসেন শান্ত এগোতে থাকেন। দুজনে ব্যাট করছিলেন স্বাচ্ছন্দ্যে। ফিফটির জুটি গড়ে দিচ্ছিলেন বড় রানের আভাস। তখন ভারতের ত্রাণকর্তা হয়ে আসেন রবীচন্দ্রন অশ্বিন। অসাধারণ এক ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশ অধিনায়ককে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। শান্ত রিভিউ নেন। কিন্তু কাজ হয়নি। ৩১ রানে ফেরেন এই ব্যাটার। ভেঙে যায় ১০১ বলে ৫১ রানের জুটি। শান্তর আউটের পর মুমিনুল-মুশফিকের পথচলা শুরু হয়। শুরু থেকে মুমিনুলকে দেখা যাচ্ছিল বেশ আত্মবিশ্বাসী। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হাতখুলে খেলার চেষ্টা করেন। তার ইনিংসের দিকে তাকালে আরও স্পষ্ট হবে। সাদমানের সঙ্গে জুটিতে প্রথম ১৩ বলে ০ রান, শান্তর সঙ্গে ৪৪ বলে ১৯ রান আর মুশফিকের সঙ্গে জুটিতে করেন ২৪ বলে ২১ রান! এক প্রান্তে মুমিনুল সাবলীল, অন্য প্রান্তে মুশফিক থিতু হওয়ার চেষ্টা করেছেন। সব মিলিয়ে আগে বৃষ্টিতে খেলা বন্ধ তহওয়ার আগে যতটুকু খেলা হয়েছে, সেখানে বাংলাদেশ-ভারত সমানে সমান। বৃষ্টির পূর্বাভাস আছে আজও। তবে প্রথম দিনের ঘাটতি পুষিয়ে নিতে আজ সকালে খেলা শুরু হবে স্থানীয় সময় ৯টায়। এই ম্যাচে চেন্নাই টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। দুই পেসার নাহিদ রানা ও তাসকিনের জায়গায় দলে ঢুকেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। এ বছর এপ্রিলে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট খেলেছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল। সেই ম্যাচটি ছিল পেসার খালেদরও সর্বশেষ টেস্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত