ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কানপুরে বাংলাদেশি সমর্থকের উপর হামলা

কানপুরে বাংলাদেশি সমর্থকের উপর হামলা

ফুরফুরে মেজাজেই ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে উদ্বেগের বিষয় ছিল অন্য। নাজমুল হোসেন শান্তরা দেশ ছাড়ার আগেই ভারত-বাংলাদেশ সিরিজ প- করার হুমকি দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছিল ভারতের উগ্রবাদী সংগঠনটি। তবে উত্তরপ্রদেশ প্রশাসন বাংলাদেশ দলের জন্য তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে। গতকাল শুক্রবার কানপুরে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। আর সেখানেই ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। টাইগার রবি নামে একজন বাংলাদেশি সমর্থককে ভারতীয় সমর্থকরা আক্রমণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই বাংলাদেশিকে। তবে নিরাপত্তাকর্মীরা তাকে নিকটস্থ রিজেন্সি হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়। তবে হামলা করেছে কী না তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। ম্যাচ চলাকালে হঠাৎ গ্যালারিতে হৈ-হুল্লোড় শোনা যায়। তারপর বাংলাদেশি ক্রিকেট ভক্ত টাইগার রবিকে দ্রুত হাসপাতালে নিতে দেখা যায়। তিনি দাবি করেন, তার পিঠে ও তলপেটে আঘাত করা হয়েছে। নিরাপত্তাকর্মীরা দ্রুত জরুরি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেন। কাঁপতে কাঁপতে রবি স্পোর্টস্টারকে বলেন, ‘তারা আমার পিঠে ও তলপেটে আঘাত করেছে, আমি নিশ্বাস নিতে পারছি না।’ সংবাদ সংস্থা পিটিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছেন রবি। কথাও বলতে কষ্ট হচ্ছিল তারা। হাত দিয়ে বোঝাতে চেষ্টা করছিলেন, তার পিঠ ও তলপেটে আঘাত করা হয়েছে। তার দাবি, ভারতীয় সমর্থকরা তাকে মেরেছেন। স্পোর্টস্টার জানিয়েছে, ভেন্যুতে নিযুক্ত স্থানীয় পুলিশ হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। স্টেডিয়ামের নিরাপত্তায় থাকা পুলিশ জানান, সি ব্লকের প্রবেশদ্বারে এক ভক্তকে দেখা যায়, নিশ্বাস নিতে ও কথা বলতে কষ্ট হচ্ছে। পুলিশ সূত্রের দাবি, সমর্থকদের সঙ্গে মারামারি নয়, পানিশূন্যতায় এই অবস্থা হয়েছে তার। ইন্ডিয়ান এক্সপ্রেস-কে রবি বলেন, খেলা শুরুর পর থেকে তাকে গালাগালি করছিলেন ভারতের সমর্থকরা। নিজেকে নিরাপদ রাখতে বারান্দায় উঠেছিলেন, ‘একজন পুলিশ আমাকে ওই ব্লকের স্ট্যান্ডে না দাঁড়াতে বলেছিল। ভয় পেয়ে সেখানে ছিলাম। তারা সকাল থেকে আমাকে গালি দিচ্ছিল। অনেক বলিউড মুভি দেখেছি, তাই বুঝতে পারছিলাম গালিগুলো।’ নাম প্রকাশ করার না শর্তে ইউপি পুলিশের এক সদস্য জানিয়েছেন, সন্দেহভাজন এক ভক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার আঘাতের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। আঘাতের বিষয়ে ডাক্তারের রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। তবে পরিস্থিতির সঠিক বিবরণ জানতে স্ট্যান্ড থেকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে যাচাই করবে বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত