ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এএফসি অনূর্ধ্ব-২০

ভুলে ভরা ম্যাচে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ভুলে ভরা ম্যাচে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

আন্তর্জাতিক ফুটবলে প্রতিপক্ষকে হালকাভাবে নেয়া যে কখনোই উচিত না সেটা কবে বুঝবে বাংলাদেশ? এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে যেভাবে বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন দ্বিতীয় গোলটি খেয়েছেন, তা রীতিমতো হাস্যকর। চোখের জন্য পীড়াদায়ক। কোচ মারুফুল হকের এমন সিদ্ধান্ত রীতিমতো দলের জন্য মারাত্মক। সর্বশেষ দুই ম্যাচে সিরিয়া ও গুয়ামের বিপক্ষে এই গোলরক্ষকের ভুলে ৩ গোল খেয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবারও মাহিনের ভুলে ভিয়েতনামের ম্যাচসহ দলকে মোট গোল খাওয়ালেন সব মিলিয়ে ৫টি! টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলছে। যেখানে প্রথম ম্যাচে সিরিয়ার কাছে হেরেছে ৪-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচের শেষ মিনিটে এই মাহিনের ভুলেই ২-২ গোলে ড্র করে বাংলাদেশ। গতকাল শুক্রবার তৃতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে ভিয়েতনাম বাংলাদেশের বিপক্ষে জিতেছে ৪-১ গোলে। কিন্তু দুটো গোল হজমের দায় কিছুতেই এড়াতে পারেন না কুষ্টিয়ার ভেড়ামারা থেকে উঠে আসা গোলরক্ষক মাহিন। টানা ৩ হারে এরই মধ্যে বাছাই পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই ৪ মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। বামপ্রান্ত থেকে আক্রমণে ওঠা ভিয়েতনামের ফুটবলারের কোনাকুনি ক্রসে পা ছোঁয়ানোর চেষ্টা করেন হোয়াং মিন তিয়েন। কিন্তু সামনে দাঁড়ানো বাংলাদেশের ডিফেন্ডার শাকিল তপু ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জিড়য়ে দেন বল! ভিয়েতনামের বক্সে বল নিয়ে যাওয়ার চেয়ে বাংলাদেশের ফুটবলাররা বেশিরভাগ সময়ই ব্যস্ত রইলেন নিজেদের রক্ষণ সামলাতে। ২৮ মিনিটে তেমনই একটা আক্রমণ ক্লিয়ার করে বাংলাদেশের মিডফিল্ডার আসাদুল ইসলাম সাকিব বল বাড়িয়ে দেন গোলরক্ষক মাহিনের দিকে। তার সামনে তখন ভিয়েতনামের ফরোয়ার্ড মিন তিয়েন। কিন্তু বলটি তিনি গ্রিপবন্দী না করে শ্যাডো করতে গেলেন। সুযোগটা নিতে মোটেও ভুল করেননি তিয়েন। মাহিনের কাছ থেকে বল কেড়ে নিয়ে করেন দলের দ্বিতীয় গোল (২-০)। গোল করে যেন নিজেই অবাক তিয়েন!

গোল খেয়ে অবশ্য শোধের চেষ্টা করেছে বাংলাদেশ। ৪১ মিনিটে পিয়াস আহমেদ নোভার গোলটা সেই চেষ্টারই ফল। আসাদুলের সেট পিস থেকে পাওয়া বলটিতে দারুণ দক্ষতায় হেডে জালে জড়ান নোভা (২-১)। যদিও ম্যাচের সবচেয়ে দর্শনীয় গোলটি করেন ভিয়েতনামের লি ফন কুয়াং দুয়েত, ম্যাচের ৪২ মিনিটে। বক্সের প্রায় ২৫ গজ বাইরে থেকে ভলিতে দুর্দান্ত গোল করেন। গোলরক্ষক মাহিনের মাথার ওপর দিয়ে ক্রসবারে লেগে বল ঢোকে জালে (৩-১)। গতি, ফিটনেস ও কৌশলে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা ভিয়েতনাম পুরো সময়ই দাপট দেখিয়েছে ম্যাচে। ৮০ মিনিটে বাংলাদেশের কফিনে আরেকটি পেরেক ঠোকেন তাদের অধিনায়ক এনগুয়েন কং ফুয়োং। বক্সের সামান্য বাইরে ফাউল করে বাংলাদেশ। সেট পিস থেকে দারুণ দক্ষতায় ৪-১ করেন ফুয়োং। ২৯ সেপ্টেম্বর পরের ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত