ঢাকা ০৮ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কলকাতায় গম্ভীরের শূন্যস্থানে ব্রাভো

কলকাতায় গম্ভীরের শূন্যস্থানে ব্রাভো

গৌতম গম্ভীর এখন ভারতের জাতীয় দলের কোচ। গত আইপিএলে মেন্টর হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে জেতান শিরোপা। ফ্র্যাঞ্চাইজি তার শূন্যস্থান পূরণ করলো ডোয়াইন ব্রাভোকে দিয়ে। ক্রিকেট থেকে অবসর নেয়ার দিনেই দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার। নতুন দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত ব্রাভো, ‘সিপিএলে আমি গত ১০ বছর ধরে ত্রিনবাগো নাইট রাইডার্সের অংশ ছিলাম। বিভিন্ন লিগে নাইট রাইডার্সের পক্ষে-বিপক্ষে খেলেছি। তাদের কাজের ধরনের প্রতি আমার অনেক শ্রদ্ধা। মালিকদের আবেগ, ম্যানেজমেন্টের পেশাদারিত্ব এবং পরিবারের মতো পরিবেশ একে বিশেষ জায়গা বানিয়েছে। খেলা থেকে পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের মেন্টরিং ও কোচিং করাতে যাচ্ছি, এটা আমার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম।’ চেন্নাই সুপার কিংসের সঙ্গে দীর্ঘদিনের সাফল্যমণ্ডিত সম্পর্কের অবসান ঘটালেন ব্রাভো। ক্লাবটির সঙ্গে বিভিন্ন ভূমিকায় চারটি শিরোপা জিতেছেন তিনি। ইএসপিএন ক্রিকইনফো জানতে পেরেছে, দীর্ঘমেয়াদি চুক্তিতে সম্মতির আগে সিপিএল চলাকালে কেকেআর সিইও ভেঙ্কি মায়শুরের সঙ্গে দেখা করেন ব্রাভো। শুধু কলকাতাই নয়, টি-টোয়েন্টি লিগে নাইট রাইডার্সের অন্য ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো, লস অ্যাঞ্জেলস ও আবুধাবির দায়িত্বেও থাকবেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসর শুরুর আগেই ব্রাভো ঘোষণা দেন, দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটাই তার শেষ খেলা। চোটের কারণে আগেভাগে বিদায় নিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্পেশালিস্টকে। গত বৃহস্পতিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে তৃতীয় মৌসুমে ব্রাভোর খেলার কথা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত