সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। গতকাল শনিবার ভুটানের থিম্পুতে চাংলিমিথাং স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে শক্তিশালী পাকিস্তানকে টাইব্রেকারে ৮-৭ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের কিশোররা। পিছিয়ে পড়েও নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র রেখেছিল বাংলাদেশ। আগামীকাল সোমবার অনুষ্ঠেয় ফাইনালে কোচ সাইফুল বারীর শিষ্যদের প্রতিপক্ষ ভারত। যারা শেষ চারে নেপালকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে উঠে এসেছে।
টাইব্রেকার স্নায়ুযুদ্ধের খেলা। সেই খেলায় বাংলাদেশের ফুটবলাররা দুর্দান্ত লড়েছে। টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই পাঁচটি করে গোল করে। ৫-৫ সমতা থাকায় খেলা গড়ায় সাডেন ডেথে। সাডেন ডেথের প্রথম দুই শটেও দুই দলের সমতা ছিল। অষ্টম শটে পাকিস্তানের শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার আলিফ রহমান ইমতিয়াজ। পরের শটে বাংলাদেশ গোল করলে ফাইনাল নিশ্চিত হয়। বাংলাদেশ এই ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। ম্যাচের দুই অর্ধে একটি করে গোল হজম করে পিছিয়ে পড়েছিল লাল সবুজের দল। শেষ ২০ মিনিটে দুই গোল করে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। এরপর টাইব্রেকারে শেষ হাসি হাসে। টাইব্রেকার শুরুর পাঁচ শটে পাকিস্তানের আবদুল রেহমান, আবদুল সামাদ, আবিস রেজা কাজমি, খোবাইব খান, উবাইব উল্লাহ খান পান জালের দেখা। বাংলাদেশের মোর্শেদ আলি, জয় আহমেদ, কমল মৃধা, সিয়াম অমিত, মোহাম্মদ মানিকও লক্ষ্যভেদ করেন। থাকে ৫-৫ সমতা। পরে সাডেন ডেথে পাকিস্তানের মাজিদ আলি, শারাফ খান গোল করেন। জালের দেখা পান বাংলাদেশের আকাশ আহমেদ ও মিঠু চৌধুরী। এরপর পাকিস্তানের আবদুল ঘানির শট নিজের ডান দিকে ঝাঁপিয়ে সেভ করেন বদলি গোলকিপার আলিফ রহমান ইমতিয়াজ। আর আশিকুর রহমান নিখুঁত শটে গোলকিপারকে পরাস্ত করলে শঙ্কার মেঘ সরিয়ে ফাইনালে ওঠার উচ্ছ্বাসে মেতে ওঠে বাংলাদেশ। আগামীকাল সোমবার অনুষ্ঠেয় ফাইনালে শিরোপার জন্য ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।