ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকিবের বদলে মিরাজ

সাকিবের বদলে মিরাজ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। কিছুদিন আগেই টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। স্বাভাবিক ভাবে তার পরিবর্তে সম্ভাব্য সেরা বিকল্প হিসেবে দলে সুযোগ পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি। বিশ্বকাপের দল থেকে তিনটি পরিবর্তন এনে ভারত সিরিজের ১৫ সদস্যের দল দেয়া হয়েছে। বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান ও তানভীর ইসলাম। এ তিনজনের জায়গায় লাইক টু লাইক বদল হয়েছেন পারভেজ হোসেন ইমন, মিরাজ ও রাকিবুল হাসান। সাকিব অবসর সিদ্ধান্ত জানানোর দুই দিনের মধ্যেই দল ঘোষণা করলেন নির্বাচকরা। পাশাপাশি দলে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে রেখে কঠিন পরিস্থিতি সামাল দেয়ার আশা রাখছেন প্রধান নির্বাচক। এ ছাড়া আরো যারা দলের বাইরে আছেন তাদের জন্য সামনেই এমার্জিং এশিয়া কাপকে রেখেছেন। সেখানে ওই ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিতে পারবেন বলে জানালেন লিপু।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত