ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়ান যুব আর্চারি

বাংলাদেশের আলিফের রুপা জয়

বাংলাদেশের আলিফের রুপা জয়

এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ। গতকাল সোমবার চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ রিকার্ভ বালক একক ইভেন্টের ফাইনালে স্বাগতিক তীরন্দাজ হুয়াং লি চেংয়ের কাছে ৬-৫ সেটে হেরে রুপা জেতেন তিনি। প্রথম পর্যায়ে ৫-৫ সেটে খেলা ড্র হয়। পরবর্তীতে দুজনেই একটি করে তীর ছুড়েন। এতে আবদুর রহমান আলিফের স্কোর হয় ৯ এবং হুয়াং লি-চেংয়ের স্কোর হয় ১০। শেষ তীরের ফলাফলের ভিত্তিতে রানারআপ হয়ে রুপা জেতেন আবদুর রহমান। তবে অন্য খেলায় হেরে পদক জিততে ব্যর্থ হন বাকিরা। অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ এবং কাজাখস্তানের মধ্যে প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ড্র হয়। পরবর্তীতে দুই দলের প্রত্যেকে একটি করে তীর ছুড়ে। এতে বাংলাদেশের স্কোর হয় ১৮ এবং কাজাখস্তানের স্কোর হয় ১৮ ঊর্ধ্ব। ফলে বাংলাদেশ ৪-৫ সেটে কাজাখস্তানের কাছে হেরে যায়। অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক ম্যাচে বাংলাদেশ কাজাখস্তানের মধ্যে প্রথম পর্যায়ে ১৪৭-১৪৭ স্কোরের ব্যবধানে ড্র হয়।

পরবর্তীতে দুই দলের প্রত্যেকে একটি করে তীর ছুড়ে। এতে বাংলাদেশের স্কোর হয় ১৫ এবং কাজাখস্তানের স্কোর হয় ১৭। শেষ তীরের ফলাফলের ভিত্তিতে কাজাখস্তান ব্রোঞ্জ জেতে। অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে রিকার্ভ বালক দলগত ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ১-৫ সেটে ভারতের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত