ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্পিননির্ভর দল নিয়ে আসছে প্রোটিয়ারা

স্পিননির্ভর দল নিয়ে আসছে প্রোটিয়ারা

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলে গেছে আরব আমিরাতে। স্থগিত হয়ে গেছে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরও। সংশয় ছিল দক্ষিণ আফ্রিকা দলের সফর নিয়ে। গতকাল সোমবার সূচি ঘোষণার মধ্য দিয়ে সেই সংশয় কেটে গেছে। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বাংলাদেশের কন্ডিশনের কথা মাথায় রেখে স্পিননির্ভর দল নিয়ে আসছে প্রোটিয়ারা। দলে রাখা হয়েছে তিন স্পিনার। ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামি, একই সঙ্গে জায়গা ধরে রেখেছেন অফ স্পিনার ডেন পিড। তাদের সঙ্গে প্রত্যাশামতোই আছেন কেশভ মহারাজ। ১৫ সদস্যের দলে নতুন মুখ উইকেটকিপার ব্যাটার ম্যাথু ব্রিটজকি। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা এই উইকেটরক্ষক-ব্যাটার এখন পর্যন্ত আটটি টি-টোয়েন্টি খেলেছেন আন্তর্জাতিক মঞ্চে। দলনেতা বাভুমার পাশাপাশি ব্যাটিং বিভাগে আছেন এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ডেভিড বেডিংহ্যাম ও ট্রিস্টান স্টাবস। ব্রিটজকি ছাড়াও উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে ডাক পেয়েছেন রায়ান রিকেলটন ও কাইল ভেরেইনা।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকি, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুতুসামি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত