ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফ্রান্সের জার্সিতে আর খেলবেন না গ্রিজমান

ফ্রান্সের জার্সিতে আর খেলবেন না গ্রিজমান

বয়স ৩৩ পেরিয়ে গেলেও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন আতোঁয়ান গ্রিজমান। হঠাৎ করেই অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের এই বিশ্বকাপ জয়ী তারকা। ফ্রান্সের জার্সিতে আর খেলবেন না তিনি। গতকার সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্সের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন এই ফরোয়ার্ড। বিদায়ী বার্তায় গ্রিজমান বলেন, ‘আজ ভীষণ আবেগের সঙ্গে আমি ফ্রান্স জাতীয় দলে থেকে খেলোয়াড় হিসেবে অবসর ঘোষণা করছি। ১০টি অবিশ্বাস্য বছর, সাফল্য ও অবিস্মরণীয় কিছু মুহূর্তের পর আমার জন্য ক্যারিয়ারের একটি পাতা ওল্টানোর এবং নতুন প্রজন্মের জন্য পথ ছেড়ে দেয়ার সময় এসেছে। এই জার্সি গায়ে পরা ছিল সম্মানের ও একটি বিশেষ ব্যাপার।’

২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল গ্রিজমানের। তিনি ফ্রান্সের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন (১৩৭) এবং চতুর্থ সর্বোচ্চ গোল করেছেন (৪৪)। একটি দুর্দান্ত রেকর্ডও রয়েছে তার নামের পাশে। ২০১৭ সালের জুন থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ফরাসিদের হয়ে একটানা ৮৪ ম্যাচে মাঠে নামার কীর্তি গড়েন তিনি। জাতীয় দলের হয়ে গ্রিজমানের অর্জনের তালিকাও দীর্ঘ। রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ সালের বিশ্বকাপে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। আরো জিতেছেন ২০২০-২১ মৌসুমের উয়েফা নেশন্স লিগের শিরোপা। এ ছাড়া, সবশেষ ২০২২ বিশ্বকাপে ও ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া ফ্রান্সের স্কোয়াডে ছিলেন তিনি।

আন্তর্জাতিক আঙিনায় গ্রিজমানের ব্যক্তিগত সাফল্যও কম নয়। ২০১৬ সালে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত