ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় টানা চতুর্থবারের মতো আয়োজিত ‘ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ ২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে। বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত দেশের সবচেয়ে বড় এ স্কোয়াশ টুর্নামেন্টে এবারো আগের তিনবারের মতোই মূল টুর্নামেন্টের অন্তর্ভুক্ত থাকছে দেশ বিদেশের প্রখ্যাত নারী ও পুরুষ স্কোয়াশ খেলোয়াড়দের অংশগ্রহণে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট ও জাতীয় টুর্নামেন্টসহ মোট তিনটি টুর্নামেন্ট। ইস্পাহানির সৌজন্যে ২০২১ সাল থেকে এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে। গতকাল থেকে আগামী ৪ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী আন্তর্জাতিক এ টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ আবারো থাকছে একটি পি.এস.এ ট্যুর ইভেন্ট আয়োজনকারী দেশের তালিকায়। পি.এস.এ বা প্রফেশনাল স্কোয়াশ এসোসিয়েশন হচ্ছে পেশাদার স্কোয়াশের বিশ্বব্যাপী পরিচালনাকারী সংস্থা। ‘ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ ২০২৪’-এর পি.এস.এ ‘চ্যালেঞ্জ ট্যুর-৩’ এ বাংলাদেশের সেরা খেলোয়াড়েরা খেলবেন ভারত, পাকিস্তান, মিশর, ইরান, কুয়েত, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের খেলোয়াড়দের সাথে। পাশাপাশি মেয়েদের জন্যে আয়োজিত স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের সেরা ছয়জন নারী খেলোয়াড় খেলবেন শ্রীলঙ্কার পেশাদার নারী খেলোয়াড় কুরুপ্পুর সাথে। এ উল্লেখ্য এরই মধ্যে রংপুর, চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও ঝিনাইদহ ক্যাডেট কলেজসহ ১৯টি ক্লাব/প্রতিষ্ঠানের ৯০ জন নির্বাচিত খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন গ্রুপে আয়োজন করা হয়েছিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। এ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকার আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে। এ প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো টিভিতেও দেখা যাবে। পি.এস.এ ‘চ্যালেঞ্জ ট্যুর-৩’এর সেমিফাইনাল আগামী ৩ অক্টোবর বিকাল ৫টায় এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে এবং ৪ অক্টোবর বিকাল ৪টায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জনাব ইমাদ ইস্পাহানি। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক জনাব ওমর হান্নান, ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.)-সহ ফেডারেশন ও ইস্পাহানি গ্রুপের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, এবং দেশি-বিদেশি স্কোয়াশ খেলোয়াড়রা। উল্লেখ্য যে, বাংলাদেশে স্কোয়াশ খেলার জনপ্রিয়তা বাড়ানোর জন্য ইস্পাহানি সবসময়ই সচেষ্ট। বিগত বছরগুলোতেও বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত অন্যান্য টুর্নামেন্টেরও পৃষ্ঠপোষকতা করেছে ইস্পাহানি গ্রুপ। এ ছাড়াও ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, দাবা, ব্রিজ, গলফসহ অন্যান্য খেলায়ও ইস্পাহানি সবসময়ই পৃষ্ঠপোষকতা করে থাকে।