বাফুফে নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি

সভাপতি পদে প্রার্থী নেই!

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই জমে উঠেছে আলোচনা। বিশেষ করে বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনের নির্বাচন না করার ঘোষণায় অনেকেই নড়েচড়ে বসেন। সংস্থাটির শীর্ষ পদে বসার স্বপ্ন দেখতে শুরু করেন কেউ কেউ। তবে ২৬ অক্টোবর নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার পরই যেন সব চুপসে যেতে থাকে। গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র বিক্রির প্রথম দিন। শুরুর দিনে ২৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। শুধু সিনিয়র সহ-সভাপতি পদে একটি ও সহ-সভাপতি পদে চারটি এবং সদস্য পদে ২০টি ফরম বিক্রি হয়েছে। কিন্তু আচর্যের বিষয় এদিন সভাপতি পদে কেউ ফরম কেনেননি। অথচ আগের দিন সভাপতি প্রার্থী তাবিথ আউয়াল জানিয়েছিলেন, তিনি মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনই ফরম তুলবেন। তাই সকাল থেকেই অপেক্ষায় ছিল গণমাধ্যমসহ কিছু উৎসুক মানুষ। বিকালের পর খবর আসে তাবিথ আউয়াল এদিন মনোনয়ন ফরম তুলবেন না। সভাপতি পদে মনোনয়নপত্র বিক্রি না হলেও অন্যান্য পদে অনেকেই ফরম সংগ্রহ করেছেন। সিনিয়র সহ-সভাপতি পদে বর্তমান সহ-সভাপতি ইমরুল হাসান একটি ফরম সংগ্রহ করেছেন। বাফুফের সাবেক সদস্য ও সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন সদস্যের পাশাপাশি সহ-সভাপতি পদেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ করিম প্রথমবারের মতো সহ-সভাপতি পদে একটি ফরম নিয়েছেন। সাবেক সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি ও ব্রাদার্স ইউনিয়ন কর্মকর্তা সাব্বির আহমেদ আরেফও এই পদে ফরম কিনেছেন। বর্তমান কমিটির বেশ কয়েকজন সদস্য পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন। তারা হলেন- হাজী টিপু সুলতান, মাহফুজা আক্তার কিরণ, জাকির হোসেন চৌধুরী, আমের খান, সত্যজিৎ দাশ রুপু। পুরোনোদের মধ্যে সাবেক সদস্য আমিরুল ইসলাম বাবু এবারও সদস্য পদে ফরম তুলেছেন। গত বছর ভোট করে হেরে যাওয়া সিরাজগঞ্জের কামরুল হাসান হিলটন, পটুয়াখালীর আমিনুল ইসলাম মামুন সদস্য ফরম তুলেছেন। বাফুফের নির্বাচনে নতুন মুখগুলোর মধ্যে আলোচিত সাবেক তারকা ফুটবলার গোলাম গাউস এবং বাফুফের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের স্ত্রী তাসমিয়া রেজওয়ানা। প্রথম দিন ফরম তুলেছেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।

মনোনয়নপত্র কেনা সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস নির্বাচন নিয়ে বললেন, ‘বিগত নির্বাচনে আমি কাউন্সিলর ছিলাম না। এবার কাউন্সিলর হয়ে নির্বাচন করলাম। নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জসহ দেশের ফুটবল উন্নয়নে কাজ করব।’ বাফুফের বর্তমান কমিটিতে সদস্য পদে সর্বাধিক ভোট পেয়েছিলেন জাকির হোসেন চৌধুরী। তিনি এবারও প্রতিদ্বন্দ্বিতা করে জয়ের ব্যাপারে আশাবাদী, ‘গত ৪ বছর ফুটবলের জন্য কাজ করেছি। ফেডারেশনের প্রতিটি কাজে সক্রিয় অংশগ্রহণ ছিল। ১৩৩ জন সম্মানিত কাউন্সিলর আশা করি মূল্যায়ন করবেন।’ গতবার কাজী সালাউদ্দিনের প্যানেলে ছিলেন সিরাজগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম হিলটন। এবার তিনি ব্যক্তিগতভাবে ফরম সংগ্রহ করেছেন। গতবার প্যানেল থেকে বিজয়ী না হলেও এবার ব্যক্তিগতভাবেই জয়ের আশাবাদী, ‘আমি নির্বাচনের পর থেকেই সবার সঙ্গে যোগাযোগ করছি। আমি শতভাগ নিশ্চিত জয়ের ব্যাপারে।’ আরও দুই দিন বিক্রি হবে মনোনয়নপত্র। এরপর জমা দেয়া যাবে ১৪ ও ১৫ অক্টোবর। যাচাই-বাছাই ১৬ অক্টোবর।

মনোনয়নপত্রের ওপর আপত্তি দাখিল করা যাবে ১৭ অক্টোবর এবং শুনানি ১৮ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় দেয়া হয়েছে দেড় দিন। ১৯ অক্টোবর সারাদিন ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। চূড়ান্তপ্রার্থী তালিকা প্রকাশ ২০ অক্টোবর বিকেলে। এর আগে মঙ্গলবার রাত থেকেই খবর ছড়িয়ে পড়ে ঘটা করে প্রার্থিতা ঘোষণা দেয়া তরফদার মো. রুহুল আমিন ভোটে দাঁড়াচ্ছেন না। নাটকীয় কিছু না ঘটলে বাফুফের দুই মেয়াদ সহ-সভাপতির দায়িত্ব পালন করা সাবেক ফুটবলার তাবিথ আউয়ালই হতে যাচ্ছেন বাফুফে নির্বাচনে একক সভাপতি প্রার্থী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে তাবিথ আউয়ালের কাছ প্রশ্ন ছিল বাফুফে নির্বাচনে সভাপতি পদে আপনার কোনো প্রতিদ্বন্দ্বীই দেখা যাচ্ছে না। আগে এই পদে আরেকজন নির্বাচন করার ঘোষণা দিলেও এখন কোনো কথা বলছেন না। জবাবে তিনি বলেন, কী বলেন! নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে শুধু। আমার বিপক্ষে কেউ না কেউ দাঁড়াবে নিশ্চয়ই। আমি যখন ঘোষণা দিয়েছি, তখন আমি নির্বাচনে আছি এবং জেতার জন্য সর্বাত্মক চেষ্টা করব।