উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ

মুকুট ধরে রাখতে প্রস্তুত সাবিনারা

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশনে গত মঙ্গলবার নেপাল গেছেন সাবিনা খাতুনরা। সেখানে পৌঁছে গতকাল বুধবার সকালে অনুশীলন করেছেন তারা। অনুশীলন শেষে দুপুরে সাত দলের সংবাদ সম্মেলনে এলেন বাটলার ও সাবিনা। বাংলাদেশের কোচ ও অধিনায়ক দুজনেই প্রত্যয়ী কণ্ঠে বললেন- সেরা সাফল্যের স্বাদ আবারো নিতে প্রস্তুত বাংলাদেশ। আজ কাঠমা-ুর দশরথ স্টেডিয়ামে পর্দা উঠবে মেয়েদের সাফের সপ্তম আসর। বাংলাদেশ মাঠে নামবে আগামী রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এ ম্যাচ সামনে রেখে সকালের সোনালি রোদ গায়ে মেখে অনুশীলনে সেরেছে মেয়েরা। ম্যাচের আগের দিন গতকাল বুধবার সংবাদ সম্মেলনে অবশ্য বাটলারের কণ্ঠে সংশয়, সন্দেহের ছিটেফোঁটাও নেই। গত আসরে চার গোল করা ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না, দারুণ দৃঢ়তায় রক্ষণ আগলে রাখা আঁখি খাতুনের অনুপস্থিতি সত্ত্বেও বর্তমান দলকে ভারসাম্যপূর্ণ বলে দাবি করে এই ইংলিশ কোচ বললেন, বড় স্বপ্নই দেখছেন তিনি। ‘ভারসাম্যপূর্ণ দল আছে আমাদের, নতুন ও অভিজ্ঞ খেলোয়াড় আছে, এই দলের অনেকের অতীতের ভালো অভিজ্ঞতা আছে। তবে এটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমরা পেছনে ফিরে তাকাবোৃসাফ চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু সেটা এখন কিছুই নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, অন্য দলগুলোকে সম্মান করে নিবেদন ও নিষ্ঠা নিয়ে এই টুর্নামেন্ট খেলা। আমি আসলেই বিশ্বাস করি, আমাদের দারুণ সুযোগ আছে (শিরোপা ধরে রাখার)।’ গত আসরে এক কথায় দুর্দান্ত ছিলেন সাবিনা খাতুন। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি আক্রমণভাগেও দারুণ উজ্জ্বল ছিলেন তিনি। আট গোল করে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। জিতে নিয়েছিলেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও। দলীয় ও ব্যক্তিগতভাবে অর্জনের চূড়ায় এবারো উঠতে চান অধিনায়ক। ‘কয়েক মাস ধরে আমাদের প্রস্তুতি বেশ ভালোই হয়েছে। আর সাফ হচ্ছে সবসময় আলাদা, সবার মধ্যেই শিহরণ কাজ করে। আমার মনে হয়, সব দল প্রস্তুতি নিয়েই এসেছে। একইভাবে আমাদের প্রস্তুতিও ভালো, সবকিছু মিলিয়ে টুর্নামেন্টের জন্য আমাদের দল প্রস্তুত আছে।’ তিনি আরো বলেন, ‘অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে একটাই লক্ষ্য দলকে কতটুকু সাপোর্ট দেয়া যায়। প্রতিটা দলই এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলবে, বিশেষ করে আমার মনে হয়, এবার সবগুলো দলই শক্তিশালী। ব্যক্তিগতভাবে সবসময় আমার চেষ্টা থাকে, দলকে একটা ভালো ফল এনে দেয়ার। অবশ্যই সুযোগ পেলে নিজের জায়গায় যাতে ভালো করা যায় সে লক্ষ্যই থাকবে।’